শেরপুরে ১৩৭ প্রতিবন্ধী শিশুর পরিবারে প্রধানমন্ত্রীর সহায়তা

শেরপুর সদর উপজেলার ১৩৭ প্রতিবন্ধী শিশুর পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।  

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2021, 12:04 PM
Updated : 28 April 2021, 12:04 PM

বুধবার দুপুরে শেরপুর কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত  অসহায় ও দুঃস্থদের মাঝে ‘প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা’ কর্মসূচির আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। 

বিতরণকৃত মানবিক সহায়তা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ ও আলু।

স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকদের খোঁজ খবর নেন জেলা প্রশাসক। খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও তিনি উপস্থিত সবার মধ্যে মাস্ক বিতরণ করেন।

এই সময় আনার কলি মাহবুব বলেন, “কোভিড-১৯ এর কারণে সাধারণ ও অসহায় মানুষ খুব কষ্টে আছেন। মাননীয় প্রধানমন্ত্রী এসব খাদ্য সামগ্রী পাঠিয়েছেন আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। আমরা এসব জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের হাতে তুলে দিচ্ছি যাতে কোভিডের সময় রমজান মাসটা আপনারা খেয়ে পড়ে ভালোভাবে বেঁচে থাকতে পারেন।”

এই সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, এনডিসি মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।