কুমিল্লায় লরির সঙ্গে কভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ৩

কুমিল্লার চৌদ্দগ্রামে লরির সঙ্গে কভার্ড ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন; তাছাড়া আহত হয়েছেন আরও সাতজন।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2021, 10:01 AM
Updated : 20 April 2021, 10:05 AM

কুমিল্লা অঞ্চল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তারা হতাহত হন।

নিহতরা হলেন- ট্রাকচালকের সহকারী চট্টগ্রামের মিরেরশরাই উপজেলার করেরহাটের আলমগীর হোসেন (২৭), লরিচালক রাসেল মিয়া (৩৮) ও চৌদ্দগ্রামের উনকোট গ্রামের রফিক মিয়ার ছেলে পেয়ার আহম্মেদ (৩৫) নামে এক ব্যক্তি।

পুলিশ কর্মকর্তা শাহীন বলেন, ঢাকামুখী একটি লরিকে একটি কভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল ও আলমগীর নিহত হন।

তাছাড়া ওই দুটি গাড়ির সংঘর্ষের সময় একটি মোটরসাইকেল দ্রুত এসে লরির সঙ্গে ধাক্কা খেলে তার চালক পেয়ার আহম্মেদ আহত হন। তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশ কর্মকর্তা শাহীন।

দুর্ঘটনায় সাতজন আহত হয়েছেন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মিয়ারবাজার হাইওয়ে পুলিশ ফাড়িঁর এসআই মো. আসাদুজ্জামান।