ঝড়ে বন্ধের পর ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল ফের শুরু

কালবৈশাখী ঝড়ে দুইটি ঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় ১৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর রাতে আবার চালু শুরু হয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2021, 03:28 PM
Updated : 17 April 2021, 03:28 PM

শনিবার রাত ৮টায় ইলিশা ফেরি ঘাট থেকে যানবাহন নিয়ে কৃষাণী নামের ফেরিটি লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছে।

বিআইডব্লিউটিসির ভোলা ইলিশা ফেরি ঘাটের ইনচার্জ পারভেজ খান জানান, সকালে কালবৈশাখী ঝড়ের কারণে ইলিশা ঘাটের একটি লো-ওয়াটার এবং একটি হাই ওয়াটার ঘাট ক্ষতিগ্রস্ত হয়। এতে সকাল ৬টা থেকে প্রায় ১৫ ঘণ্টা বন্ধ থাকে ফেরি চলাচল। পরে বিআইডব্লিটিএ দিনব্যাপী ঘাট মেরামত করে।

তিনি আরও জানান, রাত ৮টার দিকে কিষাণী নামে ফেরিটি ইলিশা ফেরিঘাট থেকে মজু চৌধুরী ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে।