ফরিদপুরের পুলিশ পরিদর্শকের মৃত্যু করোনাভাইরাসে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদপুরের এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2021, 10:51 AM
Updated : 16 April 2021, 10:51 AM

জেলার পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, শুক্রবার ঢাকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ রাজিব হোসেন নামে পুলিশের এই কর্মকর্তা মারা যান।

রাজিব ফরিদপুর পুলিশের বিশেষ শাখায় পরিদর্শকের দায়িত্বে ছিলেন। কুষ্টিয়ার ভেদামারীতে তার বাড়ি।

পুলিশ সুপার বলেন, গত ১৭ মার্চ করোনাভাইরাস পরীক্ষায় রাজিবের পজেটিভ আসে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভর্তি করা হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি।

ফরিদপুরে গত ৭ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জেলার সিভিল সার্জন সার্জন সিদ্দিকুর রহমান জানান।

তিনি বলেন, আর এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ৬০ জন। এ জেলায় করোনাভাইরাসে মোট মারা গেছেন ১৪১ জন। মোট আক্রান্ত হয়েছেন নয় হাজার ৫৫১ জন।

ফরিদপুরের ডিসি অতুল সরকার বলেন, মহামারী নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা বাস্তবায়নের জন্য মাঠ প্রশাসনের সবাই তৎপর রয়েছে। নয় উপজেলার সবগুলোয় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দল গঠন করা হয়েছে। তারা প্রতিদিনই মানুষকে ঘরে রাখতে এবং সচেতন করতে কাজ করে যাচ্ছেন।