কোভিড-১৯: গাজীপুরে সাংবাদিকের মৃত্যু

গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক সাংবাদিক মারা গেছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2021, 12:48 PM
Updated : 9 April 2021, 12:48 PM

শহীদ তাজউদ্দীন আহমদমেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা গেছেন দৈনিক লাখোকণ্ঠ গাজীপুর প্রতিনিধি মো. রোমান শাহ আলম।

তিনি গাজীপুর সাংবাদিকপরিবার কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য ছিলেন।

গাজীপুর সাংবাদিক পরিবারকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. বায়েজীদ হোসেন জানান, গত ৩১ মার্চ জ্বর ও ঠান্ডারলক্ষণ নিয়ে তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষারজন্য নমুনা দেন। পহেলা এপ্রিল বিকালে তার নমুনায় করোনাভাইরাস পজিটিভ আসে। ওই রাতেইতিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।

তার স্ত্রী ও দুই মেয়েআছেন। তারা গাজীপুর মহানগরের নিয়ামত সড়ক এলাকায় বসবাস করতেন। 

হাসপাতালের আবাসিকচিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে আইসোলেশনে থাকা অবস্থায়মারা গেছেন। এখানকার করোনা ইউনিটে শুক্রবার দুপুর পর্যন্ত মোট ৩৪ জন ভর্তি আছেন।

গাজীপুরের সিভিল সার্জনমো. খায়রুজ্জামান জানান, সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ৫০৫জনের নমুনা পরীক্ষায় ১৪৪ জনের মধ্যে করোনাভাইরাস পজিটিভ ফল আসে। এখন পর্যন্ত গাজীপুরেমোট ৬৮ হাজার ২৮৫ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ৫৬৩ জনের পজিটিভ ফল আসে। এই রোগ থেকেমুক্ত হয়েছে ৭ হাজার ৫৫০ জন। এছাড়া আক্রান্ত হয়ে গাজীপুরে মোট মারা গেছে ১৪৮ জন।