নারায়ণগঞ্জে লঞ্চ ডুবি: জেলা প্রশাসনের তদন্ত কমিটি

নারায়ণগঞ্জে লঞ্চ ডুবির ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2021, 06:53 PM
Updated : 4 April 2021, 06:53 PM

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, লঞ্চ ডুবির ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিট্রেটকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

রোববার সন্ধ্যায় শহরের মদনগঞ্জ ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে ‘সাবিত আল আসাদ’ নামের এই লঞ্চ ডুবে যায়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারি জানান, এই যাত্রীবাহী লঞ্চডুবির পর পাঁচ নারীর লাশ উদ্ধার করা হয়েছে।  

৩৫ থেকে ৪০ বছর বয়সী এই পাঁচ নারীর নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ অফিসের উপ-পরিচালক মোবারক হোসেন জানান, সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে যায় লঞ্চটি। সোয়া ৬টার দিকে শীতলক্ষ্যা নদীতে সৈয়দপুর কয়লা ঘাট এলাকায় পৌঁছলে এস কে থ্রি নামে লাইটার জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়।

ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানান তিনি। 

ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লা আল আরেফিন জানান, ডুবে যাওয়া লঞ্চের ৫ জন নারী যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি  দল উদ্ধার অভিযান চলমান রয়েছে। লঞ্চ থেকে সাঁতরে তীরে ওঠা আহতরা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। 

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, নিহতের প্রতি পরিবারকে লাশ দাফন করার জন্য ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। আহতদের হাসপতালে চিকিসা দেওয়া হচ্ছে। সাঁতরে প্রায় ২০ জন কূলে উঠেছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।