কুমিল্লায় ‘মাদক কারবারে বিরোধের’ জেরে একজনকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় ‘মাদক কারবারে আধিপত্য বিস্তারের’ জেরে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে; যার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকসহ ২৪টির বেশি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2021, 12:14 PM
Updated : 26 March 2021, 12:14 PM

সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, শুক্রবার সকালের এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

নিহত নাদিম মিয়া (৩২) সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বাসিন্দা।

ওসি দেবাশীষ প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, “উপজেলার সুয়াগাজী মাদক ট্রানজিটের অন্যতম এলাকা ভাটপাড়া। সেখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদক কারবারিদের সঙ্গে নাদিমের সম্পর্কের অবনতি ঘটে। গত সপ্তাহে ভাটপাড়া গ্রামে  মাদকের বিরুদ্ধে র‌্যাব অভিযান চালালে আরও অবনতি হয়।

“সকালে কয়েকজন মাদক কারবারি তাকে বাড়ি ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরিবারের সদসদের চিৎকারে আশপাশের লোকজন আসলে খুনিরা পালিয়ে যায়। নাদিমকে  কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।”

ওসি বলেন, হত্যার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হত্যায় জড়িত সন্দেহে ওই গ্রামের আবদুল মান্নানকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রয়াধীন রয়েছে। নাদিমের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় হত্যা, মাদক ও ডাকাতিসহ ২৪টির বেশি মামলা রয়েছে।