পোষা কবুতর উদ্ধারে গিয়ে কার্গো শ্রমিক নিখোঁজ

বাগেরহাট শহরের ভৈরব নদে পড়ে যাওয়া পোষা কবুতরের বাচ্চাকে উদ্ধার করতে গিয়ে এক কার্গো শ্রমিক নিখোঁজ হয়েছেন।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2021, 08:50 AM
Updated : 25 March 2021, 08:50 AM

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (এসও) শরীফ আমিনুল ইসলাম জানান, বৃহস্পবিার সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট শহরের ভৈবর নদের মুণিগঞ্জ ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ রাকিবুল ইসলাম লিমন (২৪) মাগুরা জেলার মোহম্মদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কুরবান আলী শেখের ছেলে।তিনি এমভি প্রগতি গ্রীনলাইন-১ কার্গোর শ্রমিক।

শরীফ বলেন, দুইদিন আগে বাগেরহাট শহরের ভৈবর নদের মুণিগঞ্জ ফেরিঘাট এলাকায় এমভি প্রগতি গ্রীনলাইন-১ নামের কার্গোটি গম নিয়ে নোঙর করে। এই কার্গোর শ্রমিক রাকিবুল কবুতর পুষতেন। সকালে তার পোষা কবুতরের একটি বাচ্চা হঠাৎ উড়াল দিয়ে ভৈরব নদে পড়ে যায়।

“সাঁতার জানায়  তখন রাবিকুল নদীতে ঝাঁপ দিয়ে কবুতরটিকে উদ্ধার করতে যায়। পরে কবুতরটিকে তুলে কূলে ফিরতে গিয়ে নদীর জোয়ারের প্রবল স্রোতে রাকিবুল তলিয়ে যায়। এ সময় কার্গোতে থাকা অন্য শ্রমিকরা তাকে সাহায্য করতে নদীতে বয়া ফেললেও তা সে আর ধরতে পারেনি।”

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে রাকিবুলের সন্ধানে তল্লাশি শুরু করে বলে জানান তিনি।