খুলনায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

খুলনার আকবর আলী নামের এক ওষুধ ব্যবসায়ীকে হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2021, 10:02 AM
Updated : 28 Feb 2021, 10:02 AM

রোববার দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মামুন গাজী, মোশারফ হোসেন, নুরুর রহমান, শেখ সাজিদুর রহমান ও শেখ মতিয়ার রহমান।

রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজার পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট এম ইলিয়াস খান বলেন, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে ২০১৩ সালের ২৬ জুলাই ভোরে জেলার কয়রা উপজেলার নাকশা গ্রামের ওষুধ ব্যবসায়ী আকবর আলকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে কয়রা থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় ২১ জন আদালতে স্বাক্ষ্য প্রদান করেন।