বান্দরবানে বন্য হাতির আক্রমণে প্রতিবন্ধী নারীর মৃত্যু

বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে বাক-প্রতিবন্ধী এক নারীর মৃত্যু হয়েছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2021, 12:56 PM
Updated : 24 Feb 2021, 12:56 PM

বুধবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারে কাছে তা হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন লামা থানা ওসি মোহাম্মদ নিজানুর রহমান।

আগের রাতে লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটেছে জানায় স্থানীয়রা।

নিহত বেবি আক্তার (২৬) আমতলী মুসলিম পাড়া বাসিন্দা মোহাম্মদ সোলায়মানের মেয়ে। তিনি বাক-প্রতিবন্ধী ছিলেন।

৯ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হারেছ মিয়া জানান, রাত ২টার দিকে এক পাল বন্যহাতি এসে সোলায়মানের বাড়িতে আক্রমণ করে। সবাই ছোটাছুটি করে পালিয়ে যাওয়ার সময় হাতির পালের সামনে পড়ে যায়।

“শূড় দিয়ে আছড়ে ছুড়ে ফেললে বাক-প্রতিবন্ধী বেবী আক্তার ঘটনাস্থলেই মারা যান।”

পরে হাতির পাল চলে যাওয়ার সময় পাঁচটি বসতবাড়ি ভেঙে দিয়ে যায়।

নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউনিয়ন পরিষদ পক্ষ থেকে কিছু আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

লামা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়সার জানান, বন-জঙ্গল উজাড় হয়ে হাতির আবাসন সংকট হওয়ায় খাবারে সন্ধানে হাতির পাল এখন লোকালয়ে ঢুকে পড়ে। বাড়ি-ঘর ও ক্ষেত-খামার ধ্বংসের পাশাপাশি অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটছে।