শরীয়তপুরে গৃহবধূকে হত্যায় স্বামীর ফাঁসির রায়

শরীয়তপুর সদর উপজেলায় যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2021, 01:09 PM
Updated : 22 Feb 2021, 01:09 PM

সোমবার বিকাল সাড়ে ৪টায় আসামির উপস্থিতিতে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুস সালাম খান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবাদুল হক মৃধা (২৫) শরীয়তপুর জেলা সদর উপজেলার দক্ষিণ ভাসানচরের সমেদ মৃধার ছেলে। রায়ে তাকে একই সাথে ২০ হাজার টাকা জরিমানা করাও হয়েছে।

আদালত এ মামলার অপর তিন আসামিকে খালাস দিয়েছে বলে এ ট্রাইব্যুনালের পিপি আইনজীবী মির্জা হযরত আলী জানিয়েছেন।

মামলার এজাহারের সূত্র থেকে মির্জা হযরত আলী জানান, ২০১৮ সালের ১৬ মে শরীয়তপুর সদর উপজেলার ভাসান চর এলাকায় যৌতুকের জন্য এবাদুল হক মৃধা তার স্ত্রী খাদিজা আক্তার মধুকে (২০) হত্যা করেন।

নিহত খাদিজার বাবা বাদী হয়ে এবাদুল হক মৃধা (২৫), একই এলাকার শাহ আলম মৃধা, সাইদুল মৃধা, দিল ইসলাম মৃধাকে আসামি করে পালং মডেল থানায় একটি মামলা করেন। পরে পুলিশ এ আসামিদের গ্রেপ্তার করে।

দীর্ঘদিন ধরে সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করে আদালত।