বানারীপাড়ায় দুই মেয়র প্রার্থীর ভোট বর্জন

অনিয়মের অভিযোগ তুলে বরিশালের বানারীপাড়া পৌরসভায় দুই মেয়র পদপ্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2021, 08:09 AM
Updated : 14 Feb 2021, 08:09 AM

রোববার সাংবাদিকদের কাছে পৃথকভাবে ভোট বর্জনের ঘোষণা দেন

বিএনপি প্রার্থী রিয়াজ উদ্দিন আহম্মেদ ও স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মিন্টু।

রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, “সকাল ৭টা ৪৮ মিনিটে আমার এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেয় সরকারি দলের লোকজন। তাছাড়া মারধরের ঘটনাও ঘটেছে বিভিন্ন জায়গায়। ভোটারদের ব‌্যালট ছিনিয়ে নিয়ে সরকারি দলের লোকজন বাক্স ভরছেন।

“ভোটে চরম অনিয়ম হওয়ায় ভোট বর্জন করেছি। বিষয়টি মৌখিকভাবে জানিয়েছি নির্বাচন কমকর্তাকে। লিখিতভাবেও দেব।”

স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী জিয়াউল হক মিন্টু বলেন, “ভোটে কারচুপি হচ্ছে। আমার এজেন্টদের ঢুকতেই দেওয়া হয়নি কেন্দ্রে। প্রশাসনও নির্বিকার ভূমিকায়। ভোট কারচুপির কারণে ভোট বর্জনের ঘোষণা দিচ্ছি।”

এই ব্যাপারে প্রশ্ন করা হলে আওয়ামী লীগের প্রার্থী সুভাষ চন্দ্র শীল বলেন, “সুষ্ঠুভাবেই ভোট হচ্ছে। ভোটাররা স্বতস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। পৌরবাসী নৌকাকে সমর্থন করে। জিততে না পারার কথা চিন্তা করেই ভোট বর্জন করেছে ওই দুই মেয়র প্রার্থী।”

বরিশালের মুলাদী ও বানারীপাড়া পৌরসভায় ভোট চলছে।