ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় একজন নিহত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2021, 11:24 AM
Updated : 2 Feb 2021, 11:24 AM

মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার সেনুয়া বাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে বলে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার জানিয়েছেন।

নিহত মোজাফফর হোসেন (৭০) পীরগঞ্জ উপজেলার কাচনডুমুরিয়া গ্রামের এলাহী বকসের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি প্রদীপ কুমার রায় বলেন, সকালে বাড়ি থেকে বের হয়ে নাস্তা খাওয়ার জন্য সেনুয়া বাজারে যাচ্ছিলেন মোজাফ্ফর হোসেন।

“তিনি রেল লাইনের উপর উঠলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস নামের ট্রেনের সাথে তার ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

ট্রেনের ধাক্কায় তার তার বাম হাত ও বাম পা ভেঙে যায় এবং নাক মুখ দিয়ে রক্ত বের হয়। স্থানীয়দের ভাষ্য, মোজাফ্ফর হোসেন দুই কানে কম শুনতে পেতেন বলেন তিনি।

পীরগঞ্জ স্টেশন মাস্টার সোহরাব হোসেন সুজন বলেন, পীরগঞ্জ-ভোমরাদহ স্টেশনের মধ্যবর্তী সেনুয়াবাজার এলাকায় রেল লাইন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটেছে। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

আইনগত প্রক্রিয়া শেষ করে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।