জাবিতে পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষার দাবিতে মানববন্ধন করেছেন ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা যারা এখন তৃতীয় বর্ষের পরীক্ষার্থী।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2021, 10:46 AM
Updated : 2 Feb 2021, 10:46 AM

মঙ্গলবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অর্ধশতাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা্ ৩১ মার্চের মধ্যে তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ করার দাবি জানান।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের শাহীন আলম বলেন, “যেখানে আমাদের অনার্স ৪ বছরে শেষ হওয়ার কথা সেখানে আমরা এখনও ৩য় বর্ষের পরীক্ষা শেষ করতে পারিনি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ৪র্থ বর্ষের পরীক্ষা শুরু করবে বা শেষ করতে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। আমরা বিভ্রান্তিতে আছি। কবে নাগাদ অনার্স পাস করব? কবে চাকরিতে যোগ দেব?”

এই পরিস্থিতিকে ‘সংকটাপন্ন’ উল্লেখ করে তিনি তা থেকে উত্তরণে সহায়তার আহ্বান জানান।

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. নাসিম বলেন, “আমাদের একাডেমিক কার্যক্রম শুরু হয় ২০১৬ সালের ৯ মার্চ। চার বছর অতিক্রান্ত হয়েছে; অথচ এখনও তৃতীয় বর্ষ শেষ করতে পারিনি।”

তিনি প্রশাসনের প্রতি ৩১ মার্চের মধ্যে তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ করার আহ্বান জানান।  

অর্থনীতি বিভাগের তানভীর আহমেদের সঞ্চালনায় আরও কয়েকজন শিক্ষার্থী বক্তব্য দেন মানববন্ধনে।

তৃতীয় বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাহীন আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মানববন্ধন শেষে শিক্ষার্থীরা দ্রুত পরীক্ষা সম্পন্ন করার জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি পেশ করতে যান। এই সময় উপাচার্য তার কার্যালয়ে না থাকায় মোবাইল ফোনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

তিনি উপাচার্যের বরাত দিয়ে বলেন, যত দ্রুত সম্ভব পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে সিদ্ধান্তের বিষয়ে জানানো হবে।

পরে শিক্ষার্থীরা স্মারকলিপিটি উপাচার্যের একান্ত সচিব মো. ছানোয়ার হোসেনের কাছে হস্তান্তর করেন।

এই সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক রহিমা কানিজের সঙ্গেও কথা বলেন বলে জানান শাহীন।

নিবন্ধকের বরাত দিয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে তারা দ্রুত সিদ্ধান্তে আসবেন। ইতোমধ্যে তারা স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা সম্পন্ন করেছেন। ধীরে ধীরে সবার পরীক্ষা নেওয়া হবে।