মৌলভীবাজার তাপমাত্রা ৬.৬ ডিগ্রি সেলসিয়াস

মৌলভীবাজারে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে চলছে; জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2021, 04:47 AM
Updated : 2 Feb 2021, 04:47 AM

হিমেল হাওয়া আর হাঁড় কাপানো শীতে ভোগান্তিতে পড়েছেন জেলার সাধারণ মানুষ। সকালে ও রাতে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা মাসুম আহমদ জানান,  মঙ্গলবার মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এর আগে সোমবার শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

মাসুম আহমদ জানান, জেলার উপর দিয়ে এখন তীব্র শৈত্য প্রবাহ বইছে। বিশেষ প্রয়োজন না হলে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। শীতের তীব্রতায় চা শ্রমিক, হওরপাড়ের মানুষ, ছিন্নমূল ও দিনমজুররা সীমাহীন কষ্ট পড়েছেন।

তিনি বলেন, “গত এক সপ্তাহ থেকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি থেকে ১০ ডিগ্রির মধ্যে ওঠা-নামা করছে; যা আরও কয়েকদিন অব্যাহত থাকবে।”