সিরাজগঞ্জে ফল ঘোষণার পর সংঘর্ষে কাউন্সিলর পদে বিজয়ী নিহত
পাবনা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2021 01:01 AM BdST Updated: 17 Jan 2021 01:01 AM BdST
সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনের ফল ঘোষণার পর দুই পক্ষের সংঘর্ষে কাউন্সিলর পদে বিজয়ী একজন নিহত হয়েছেন।
শনিবার রাত ৮টার দিকে এই সঘর্ষ হয় বলে সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফা জানিয়েছেন।
নিহত তারিকুল ইসলাম খান (৪৫) পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। পৌরসভার নতুন ভাঙাবাড়ি মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে তিনি।
পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, ভোট গণনা শেষে রাত ৮টার দিকে রিটার্নিং কর্মকর্তা ফল ঘোষণা করেন। এতে বিজয়ী হন তারিকুল। এর পরপরই তার কর্মী-সমর্থকদের সঙ্গে পরাজিত প্রার্থী শাহাদত হোসেনের সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় ছুরিকাঘাতে আহত হন তারিকুল। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরাজিত প্রার্থী শাহাদত হোসেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানান তিনি।
এ বিষয়ে বক্তব্যের জন্য শাহাদতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
পরিদর্শক মোস্তফা বলেন, তারিকুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নতুন ভাঙাবাড়ি ও ব্যাপারিপাড়া এলাকায় বিচ্ছিন্নভাবে সংঘর্ষে জড়ান দুই পক্ষের সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
-
সাতছড়ি উদ্যানে ভারী অস্ত্র উদ্ধার
-
কক্সবাজারে টাকা ছিনতাইয়ে গ্রেপ্তার তিন পুলিশ রিমান্ডে
-
খাগড়াছড়িতে ‘ধর্ষণ চেষ্টা’: শিক্ষকের বিচার দাবি
-
‘চাঁদাবাজিতে অতিষ্ঠ’ ট্রাক চালক, পাহাড়ে খাদ্যগুদামে সরবরাহ বন্ধ
-
মোটরসাইকেল থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু, হত্যার অভিযোগ
-
সিরাজগঞ্জ ছুরিকাঘাতে নির্মাণ শ্রমিক নিহত
-
ভবনে রডের বদলে বাঁশ: মামলার বিচার শুরু
-
সব কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৩১ জুলাই
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- ইসিকে হেয় করতে সবই করছেন মাহবুব তালুকদার: সিইসি
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন গেইল
- আহমেদাবাদের উইকেট নিয়ে ‘কান্নাকাটিতে’ বিস্মিত রিচার্ডস
- টিভি সূচি (মঙ্গলবার, ০২ মার্চ ২০২১)