সিলেটের বিয়ানীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
Published : 06 Jan 2021, 02:09 PM
বুধবার দুপুরে সিলেট জেলা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ফরিদ উদ্দিন জানান, ভোরে বিয়ানীবাজারের খাসা এলাকা থেকে তিন ডাকাতকে আটক করেন তারা।
এরা হলেন- মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলাম মিয়া (৩৪), বাঙ্গালহুদা গ্রামের হোসেন আহমদ (৩০) ও বিয়ানীবাজারের নোয়াগ্রামের সাইরুল ইসলাম (৩৩)।
এর মধ্যে ইসলাম মিয়ার বিরুদ্ধে সাতটি ডাকাতির মামলা বিচারাধীন রয়েছে বলে জানায় পুলিশ।
“তাদের কাছ থেকে দুইটি শর্টগান, একটি রিভলবার, ১৪টি কার্তজসহ বিভিন্ন দেশীয় অস্ত্র এবং ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এ সময় ডাকাত দলের আরও ১০/১২ জন সদস্য পালিয়ে যায়।”
আটকদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।