টেকনাফে অস্ত্র-গুলিসহ ৪ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে অস্ত্র ও গুলিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2021, 07:33 AM
Updated : 5 Jan 2021, 07:33 AM

কক্সবাজার-১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম জানান, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং উত্তরপাড়া থেকে সোমবার গভীর রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের এ বক্লের ১৭ নম্বর শেডের হোসেন আহম্মদের ছেলে মো. হামিদুল্লাহ ওরফে গুনিয়া (২৫), উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী রোহিঙ্গা ক্যাম্পের নূর কবিরের ছেলে মো. ফোরকান (২০), নূর বশরের ছেলে মো. আইয়াছ (২১) ও ছৈয়দুল বশরের ছেলে নূর আলম (২০)।

এসপি তারিকুল বলেন, টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন রইক্ষ্যং উত্তরপাড়ায় অপরাধ সংগঠনের উদ্দেশ্যে কতিপয় অস্ত্রধারী অবস্থান করছে খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় এপিবিএনের সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন দুর্বৃত্ত পালানোর চেষ্টা করলে এপিবিএন সদস্যরা ধাওয়া দিয়ে চারজনকে জনকে আটক করে।

“পরে তাদের শরীরে তল্লাশি করে একটি দেশীয় বন্দুক, ১টি গুলি ও ১টি রামদা উদ্ধার করা হয়।”

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান এসপি।