ফেনীতে কিশোরীকে ‘ধর্ষণ’, অটোচালক গ্রেপ্তার

ফেনীর দাগনভূঞা উপজেলায় কিশোরীকে দলবেঁধে ধর্ষণের মামলায় এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2021, 05:14 AM
Updated : 2 Jan 2021, 06:18 AM

মামলার তদন্ত কর্মকর্তা ও দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) পার্থ প্রতীম দেব জানান, খুরশিদ আলম (৩৫) নামের ওই ব্যক্তিকে উপজেলার জায়লস্কর ইউনিয়নের খুশীপুর গ্রাম থেকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়।

খুরশিদের বাড়ি ওই এলাকায়। এ মামলার আরেক আসামি মো. রাসেল (৩২) পলাতক রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।  

মামলার বরাতে তদন্ত কর্মকর্তা বলেন, “ওই কিশোরী বুধবার রাত ৯টার দিকে ফেনীর মহিপাল এলাকা থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার জন্য একটি অটোরিকশায় ওঠে। এ সময় অটোরিকশায় আরও একজন যাত্রী ছিলেন। পরে ওই যাত্রী পথে নেমে গেলে মেয়েটি অটোরিকশায় একাই ছিল।

“পরে অটোরিকশা চালক খুরশিদ মেয়েটিকে একা পেয়ে কৌঁশলে রাত ১টার দিকে নিজের বাড়িতে নিয়ে যায়। এ সময় খুরশিদ তার বন্ধু মো. রাসেলকে ফোন করে বাড়িতে ডেকে নিয়ে আসে। এরপর দুই বন্ধু মিলে মেয়েটিকে ধর্ষণ করে। পরে ওই কিশোরী খুরশিদের বাড়ি থেকে পালিয়ে পাশের এক বাড়িতে আশ্রয় নেয়। সেখান থেকে বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে ফিরে যায়। ”

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে মেয়েটি বাদী হয়ে খুরশিদ ও রাসেলকে আসামি করে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে বলে জানান এ পুলিশ কর্মকর্র্তা।