পৌর নির্বাচন: নেত্রকোণায় ‘প্রতিপক্ষকে মারতে তৈরি’ অর্ধশত বল্লমসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়ায় পৌর নির্বাচনে ‘প্রতিপক্ষকে ঘায়েল করতে তৈরি’ অর্ধশত বল্লমসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2020, 08:20 AM
Updated : 27 Dec 2020, 08:20 AM

রোববার গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রাম থেকে শনিবার রাতে এসব অস্ত্র জব্দ এবং অস্ত্র তৈরির কারিগরসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দুয়া ওসি কাজী শাহ নেওয়াজ।

গ্রেপ্তাররা হলেন চিথোলিয়া গ্রামের সদর আলীর ছেলে আলাল উদ্দিন (৬০) এবং মন্তু মিয়ার ছেলে মারুফ হাসান (২৭)।

ওসি শাহ নেওয়াজ জানান, কেন্দুয়া পৌর শহরের চন্দগাতি এলাকার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল কাইয়ুম ভুইয়ার ভাই মুনসুর ভুইয়া এবং চিথোলিয়া গ্রামের মারুফ হাসান আলাল উদ্দিনের কাছ থেকে বল্লম কিনতে চান। তাদের সাথে দাম ঠিক হওয়ার পর আলাল ৫০টি প্রাণঘাতী বল্লম তৈরি করেন।

এসব বল্লম রাতে সরবরাহ করা হবে গোপন সংবাদের ভিত্তিতে আলাল উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মুনসুর।

তবে ঘটনাস্থল থেকে আলাল এবং মারুফকে আটকের পাশাপাশি তল্লাশি চালিয়ে ৫০টি বল্লম জব্দ করা হয়।

পরে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে থানায় মামলা করে তাদের গ্রেপ্তার দেখায় বলে জানান ওসি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে ওসি জানান, দ্বিতীয় ধাপে কেন্দুয়া পৌর নির্বাচনে প্রতিপক্ষকে ঘায়েল করতেই এসব অস্ত্র মওজুদ করছিল মুনসুর বলে জানিয়েছে গ্রেপ্তাররা।

পলাতক মুনসুরকে গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ।

আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় নির্বাচন হওয়ার কথা রয়েছে।