মহেশপুর সীমান্তে ‘ইরানি’ নাগরিক গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুরের সীমান্ত পথে ‘অবৈধভাবে’ ভারত যাওয়ার চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক হয়েছেন; যাকে ‘ইরানি’ নাগরিক বলছে বিজিবি।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2020, 04:47 PM
Updated : 25 Dec 2020, 04:47 PM

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে উপজেলার খোশালপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার নাসির সাইয়া ইরানের তেহরান শহরের ফেরাল্ড ফজেকে এলাকার হামিদ সাইয়ার ছেলে বলে বিজিবির ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

৫৮ বিজিবির খালিশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, খোশালপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদ পেয়ে ‘অবৈধভাবে ভারতে’ যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করে।

বিজিবির জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি দালাল চক্র এই ‘ইরানি’ নাগরিককে জাহাজে করে বাংলাদেশে নিয়ে আসে। এখান থেকে ওই দালালরা তাকে ভারত হয়ে ইউরোপের দেশে পাঠানোর কথা বলে নিয়ে আসে।

অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টার অভিযোগে এই ব্যক্তির বিরুদ্ধে বিজিবি মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করেছে বলেও নজরুল জানান।