বগুড়ায় ৫ জয়িতার সংবর্ধনা

বগুড়ায় পাঁচ নারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে যারা জয়িতার পুরস্কার পেয়েছেন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2020, 05:41 PM
Updated : 9 Dec 2020, 05:41 PM

বুধবার বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় তাদের সনদপত্র ও ক্রেস্ট দেওয়া হয়।

সম্মাননাপ্রাপ্তরা হলেন বগুড়া সদর উপজেলার সাবিয়া সাবরিনা সরকার (পিংকী), সুরাইয়া সাইদ, ধুনটের স্কুলশিক্ষক মোছা. ফৌজিয়া হক বীথি, নূর বানু এবং নন্দীগ্রামের বুলবুলি রানী বর্মণ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, জীবন সংগ্রামে অনেক বাধা বিপত্তি পেরিয়ে যারা সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা নারী সমাজের মডেল। তাদেরকে অনুসরণ করে ভবিষ্যতে অনেক নারী জয়িতার আসন দখল করবেন এমন প্রত্যাশা সকলের।

এই পাঁচ জয়িতা রাজশাহী বিভাগীয় পার্যায়ে অংশ নেবেন বলে তিনি জানান।

অনুষ্ঠানে জয়িতা ফৌজিয়া হক বীথি বলেন, “কী কাজ করেছি জানি না। তবে একজন নারী হিসেবে আমাদের অনুপ্রেরণা বেগম রোকেয়াকে অনুসরণ করি। শেষ জীবন পর্যন্ত নারী এবং মানুষের জন্য কাজ করব।”

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে উপপরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউল হক।