শীত বাড়ছে রংপুরে

রংপুরে শীত বাড়তে শুরু করেছে। ঘন কুয়াশায় ঝুঁকি এড়াতে ভোরে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করছে।

আফতাবুজ্জামান হিরু রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2020, 07:01 PM
Updated : 5 Dec 2020, 07:01 PM

তাপমাত্রা কমতে শুরু করেছে বলে জানিয়েছেন রংপুর আবহাওয়া দপ্তরের ইনচার্জ আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান।

হিমালয় কাছে হওয়ায় রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলাগুলোয় শীতের দাপট এমনিতেই বেশি থাকে। এবার আগেভাগে শীত আসায় দুর্ভোগ বেশি হতে পারে বলে জানিয়েছেন অনেকে।

মোকলেছ মিয়া (৫৬) নামে একজন ট্রাকচালক বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন বলেন, “আমাদের তো করার কিছু নেই। কিসের শীত আর কিসের কুয়াশা। গাড়ি তো চালাতেই হবে।”

তবে কষ্ট বেশি হয় ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের। সারাদিন কাজ শেষে রেলস্টেশন বা রাস্তার ধারে থাকতে হয় যাদের তাদের নির্ঘুম রাত কাটাতে হয়।

রংপুর রেলস্টেশনে থাকেন ৬৫ বছর বয়সী ছিন্নমূল রহিম উদ্দিন।

তিনি বলেন, “হামার তো কেউ নেই।,হামি সারাদিন মাসুষের দারে দারে ভিক্কে করি। আর রাতের বেলা স্টেশনে ঘুমাই। রাতে খুব শীত লাগে। শীত লাগলে কী করমু বাবা?”

ছিন্নমূল মানুষ যাতে শীতে কষ্ট না পায় সেজন্য দলে পক্ষ থেকে শীতবস্ত্র দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু।

তাছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের সর্বাত্মক সহয়োগিতা করার চেষ্ট চলছে বলে জানিয়েছেন রংপুরের ডিসি আহসান হাবিব।