রাজস্ব কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’: বেনাপোল শুল্কভবনে কর্মবিরতি  

রাজস্ব কর্মকর্তাকে ‘লাঞ্ছিত করার’ প্রতিবাদে বেনাপোল শুল্ক ভবনের রাজস্ব কর্মকর্তারা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2020, 07:48 AM
Updated : 1 Dec 2020, 07:59 AM

মঙ্গলবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত তাদের ‘কলম বিরতি’র সময় বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি, শুল্কায়ন, খালাসসহ সব কাজ বন্ধ থাকে।

বাংলাদেশ কাস্টমস ভ্যাট অ্যান্ড এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন (বাকাএভ) এবং খুলনা কাস্টমস ভ্যাট অ্যান্ড এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন (খুকাএভ) সারা দেশের কাস্টমস হাউজে কলম বিরতির এ কর্মসূচির ডাক দিয়েছে।

খুকাএভ-এর সভাপতি শফিকুল ইসলাম বলেন, ঢাকার কেরানীগঞ্জের পানগাও কাস্টমস হাউসে রাজস্ব কর্মকর্তাকে যুগ্ম কমিশনার লাঞ্ছিত করার প্রতিবাদে সোমবার বেনাপোল শুল্ক ভবনে রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

“আমাদের একটাই দাবি যুগ্ম-কমিশনার লুৎফুল কবিরের অপসারণ। অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

ঘটনার বিবরণ দিতে গিয়ে খুকাএভ-এর সাধারণ সম্পাদক দেলোয়ার আহম্মেদ খান জানান, গত বুধবার পানগাও কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার লুৎফুল কবির রাজস্ব কর্মকর্তা ভবেশ চন্দ্রকে ডেকে অনিয়ম থাকা ফাইলে স্বাক্ষর করাতে চেষ্টা করেন।

তিনি স্বাক্ষর করতে অনীহা প্রকাশ করলে তাকে ‘কিল-ঘুসি, চড়-থাপ্পড় মারেন’ এবং ‘অশ্লীল ভাষায় গালিগালাজ করেন’।

তবে এ অভিযোগের বিষয়ে পানগাও কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার লুৎফুল কবিরের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।