ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়ায় ছয় বছর আগের একটি হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2020, 11:14 AM
Updated : 25 Nov 2020, 11:14 AM

বুধবার ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম এ আদেশ দেন।

এছাড়া এ মামলায় তিনজনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন প্রাপ্তরা হলেন- সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের মো. শফিকুর রহমান খন্দকার (শাফি), মো. মোর্শেদ খন্দকার, মো. সাহেদ আলম খন্দকার, আব্দুল হাই ও মোবারক। এদের মধ্যে মোর্শেদ ও মোবারক পলাতক রয়েছেন।

মামলার বাদি পক্ষের আইনজীবী বশির আহমেদ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে  ২০১৪  সালের ১৩ অগাস্ট সরাইল উপজেলার সৈয়দটুলা জাহাঙ্গীরপাড়া গ্রামে প্রতিপক্ষের লোকজন শওকত আলীকে হত্যা করেন।

পরদিন নিহতের ভাই আব্দুল বাতেন বাদী হয়ে নয়জনকে আসামি করে সরাইল থানায় হত্যা মামলা দায়ের করেন।