পুড়িয়ে হত্যা: আরও একজন রিমান্ডে

লালমনিরহাটে সহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে-পুড়িয়ে হত্যার মামলায় আবু কালাম ওরফে গামছা কালাম নামে আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2020, 04:47 PM
Updated : 22 Nov 2020, 04:47 PM

মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহমুদুন্নবী জানান, রোববার দুপুরে লালমনিরহাটের আমলী আদালত-৩ এই আদেশ দেয়।

২৯ বছর বয়সী কালামকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। কালাম পাটগ্রাম উপজেলার বামনদল এলাকার পরমদ্দিন ওরফে পাতলা দেওয়ানীর ছেলে।

তাকে নিয়ে এ মামলায় মোট ৩৬ জনকে গ্রেপ্তার করা হল বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি ওমর ফারুক।

গত ২৯ অক্টোবর বুড়িমারীতে ‘কোরআন শরিফ অবমাননার গুজব’ ছড়িয়ে আবু ইউনুছ মো. সহিদুন্নবী জুয়েল নামে এক ব্যক্তি পুড়িয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

পরদিন লালমনিরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট টিএমএ মোমিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।

কমিটি কোরআন শরিফ বা ধর্ম অবমাননার বিষয়ে কোনো তথ্য-প্রমাণ পায়নি।

লালমনিরহাটের ডিসি মো. আবু জাফর বলেন, “কমিটি কোরআন শরিফ বা ধর্ম অবমাননার বিষয়ে কোনো তথ্য-প্রমাণ পায়নি। প্রতিবেদনে পুরো ঘটনা তুলে আনা হয়েছে। নিছক গুজব ছড়িয়ে একজন নিরপরাধ ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে।”

আরও পড়ুন