দুর্ঘটনায় খুলনায় রেল বন্ধ, ট্রাকচালক নিহত

যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাক ভেঙে চালক নিহত হয়েছেন; খুলনার সঙ্গে বন্ধ রয়েছে সারা দেশের রেল যোগাযোগ।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2020, 05:14 PM
Updated : 21 Nov 2020, 05:14 PM

যশোরের রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, যশোরের রাজারহাট রেলক্রসিংয়ে শনিবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবকর আলীর (৪৫) বাড়ি চাঁপাইনবাবগঞ্জ বলে জানালেও পুলিশ তার ঠিকানা বলতে পারেনি।

এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন চালকের সহকারী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়েছে।

স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, কয়লাবাহী একটি ট্রাক রেলক্রসিংয়ের গেট ভেঙে লাইনের ওপর এসে পড়লে ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

“এতে ট্রেনের ইঞ্জিনের ক্ষতি হয়েছে এবং ট্রাকটি রেললাইনের ওপর পড়ে আছে। এ কারণে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।”

খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে জানিয়ে তিনি বলেন, উদ্ধারকাজ শেষে রেল চলাচল স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

স্থানীয় চাচঁড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রোকিবুজ্জামান বলেন, কপোতাক্ষ এক্সপ্রেস সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে যশোর স্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি রেলক্রসিং অতিক্রম করার সময় নওয়াপাড়া থেকে আসা কয়লাবোঝাই ট্রাকটি ক্রসিংয়ের গেট ভেঙে রেললাইনে উঠে পড়ে। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক নিহত হন।

পরিদর্শক বলেন, চালকের সহকারী গুরুতর আহত হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়েছে।