নরসিংদীতে ‘জমির বিরোধে’ কুপিয়ে হত্যা

নরসিংদী পৌর শহরে ‘জমি নিয়ে বিরোধের জের ধরে’ এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2020, 08:27 AM
Updated : 19 Nov 2020, 08:27 AM

বুধবার রাত ১০টার দিকে পৌর শহরের ইউএমসি জুট মিল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার দত্ত জানান।

নিহত রাসেল মৃধা (৩৫) শিবপুরের বাঘাবো এলাকার হানিফ মৃধার ছেলে। তিনি প্রাইভেট টিউশনি করে জীবিকা নির্বাহ করতেন।

তার ভাই তারেক মৃধা জানান, ওই এলাকার বেলায়েতদের সঙ্গে গত ১৭ বছর ধরে বিরোধ চলছিল তার ভাইয়ের। এ নিয়ে আদালতে পাল্টাপাল্টি মামলাও রয়েছে। এর মধ্যে একটি মামলা বিচার শেষে রায়ের অপেক্ষায় রয়েছে।

তারেক বলেন, বুধবার সন্ধ্যার পর টিউশনি করাতে শিবপুর থেকে নরসিংদী ইউএমসি জুট মিল এলাকায় গিয়েছিলেন রাসেল।

“পড়ানো শেষে বাড়ি ফেরার পথে ইউএমসি জুট মিল এলকায় প্রতিপক্ষরা তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।”

পরে স্থানীয় বাসিন্দারা রাসেলকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বিপ্লব কুমার দত্ত বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে, মামলার প্রস্তুতিও চলছে।”