বগুড়ায় শিবিরের ৭ নেতাকর্মী আটক

বগুড়ায় ইসলামী ছাত্র শিবিরের ৭ নেতা-কর্মীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2020, 08:22 AM
Updated : 11 Nov 2020, 08:22 AM

এরা হলেন- ইসলামী ছাত্র শিবিরের মালতিনগর উপ-শাখার সভাপতি মেহেদি হাসান (২৮), একই শাখার মাদ্রাসা বিষয়ক সম্পাদক ইউসুফ আলী (২৭), সংগঠনের শহরের নারুলী শাখার সাথী জিয়া আলম (২৪), সাথী আসাদুল আল গালিফ (২৩), সদস্য শাহীন আলম (২৪) এবং দুই কর্মী গোলাম মোর্তুজা (২৭) ও আব্দুল কুদ্দুস (২৫)।

মঙ্গলবার গভীর রাতে শহরের মালতিনগর এলাকার একটি ছাত্রাবাস থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবির জানান।

তিনি বলেন, “ওই এলাকার তোতা মিয়ার মালিকানাধীন একটি ছাত্রাবাসে ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীরা রাষ্ট্র বিরোধী নাশকতামূলক তৎপরতা চালানোর জন্য বৈঠক করছে বলে খবর পায় পুলিশ।

“এর প্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে শিবিরের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে ৫ বস্তা জিহাদি বই, ল্যাপটপ, লাঠি, মশাল জ্বালানোর উপযুক্ত লাঠি, দুটি চাপাতি ও ২টি হাসুয়া উদ্ধার করা হয়।” 

গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডের আবেদন করা হবে বলে জানান ওসি হুমায়ুন।