ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার তেরো বছর আগের একটি ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।  

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2020, 05:12 PM
Updated : 29 Oct 2020, 05:12 PM

বৃহস্পতিবার আসামির উপস্থিতিতে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এটিএম নজমুল হুদা জানান।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানাও দিতে হবে, যা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাভোগ করতে হবে।

দণ্ডিত রফিকুল ইসলাম (বর্তমান বয়স ৪০ বছর) ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার দেহট্টা গ্রামের কুতুব আলীর ছেলে।

মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এটিএম নজমুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৭ সালে জেলার হরিপুর উপজেলার দেহট্টা গ্রামের রফিকুল ইসলাম একই উপজেলার ভবানন্দপুর গ্রামের স্বামী পরিত্যক্তা এক মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হন। তখন মেয়েটি রফিকুল ইসলামকে বিয়ের চাপ দিলে তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন।

নজমুল হুদা বলেন, এই ঘটনায় ২০০৭ সালের ২৯ নভেম্বর ওই নারী বাদী হয়ে হরিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় রফিকুল ইসলাম ছিলেন একমাত্র আসামি।