ময়মনসিংহে ধর্ষণ মামলায় চাচার যাবজ্জীবন

ময়মনসিংহে সাত বছর আগে এক শিশুকে ধর্ষণ মামলায় চাচাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2020, 10:43 AM
Updated : 27 Oct 2020, 10:54 AM

মঙ্গলবার ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিচারক এসএম এরশাদুল আলম আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিত মোতালেব হোসেন (৫১) সদর উপজেলার দক্ষিণ পাড়াইল গ্রামের শের আলী মুন্সির ছেলে।

তাকে যাবজ্জীবনের পাশাপাশি বিচারক ১০ হাজার টাকা জরিমানাও করেছেন।

মামলার বরাতে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বেঞ্চ সহকারী আবু সাঈদ বলেন, ২০১৩ সালের ১২ এপ্রিল দুপুরে ৮ বছর বয়সী একটি শিশুকে ঘরে একা পেয়ে প্রতিবেশী চাচা মোতালেব তাকে ধর্ষণ করে।

এ ঘটনার পরদিন মেয়েটির বাবা বাবা বাদী হয়ে মোতালেব একমাত্র আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

২০১৩ সালের অগাস্টের ২৪ তারিখ পুলিশ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে  এ মামলার বিচার শুরু করে আদালত।