শিমুলিয়ায় ফের একটি  ফেরি চালু

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে একটি ফেরির পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2020, 12:43 PM
Updated : 18 Sept 2020, 12:43 PM

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম জানান, শুক্রবার বিকালে একটি ফেরি পদ্মা সেতু চ্যানেল দিয়ে কাঁঠালবাড়ি পৌঁছায়। আবার কাঁঠালবাড়ি থেকে গাড়ি নিয়ে শিমুলিয়ার উদ্দেশে রওনা হয়েছে। এটি পরীক্ষামূলক চলাচল। পরিস্থিতি বোঝার চেষ্টা করা হচ্ছে।

নাব্য সংকটে এবং স্রোতে কয়েক মাস ধরে এই নৌপথে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিল। গত ৩ সেপ্টেম্বর ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তার আট দিন পর ১১ সেপ্টম্বর আবার ফেরি চলাচল শুরু হলেও স্বাভাবিক হয়নি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় আবার ফেরি চলাচল  বন্ধ  ঘোষণা করা হয়। এর আগে মঙ্গল ও বুধবার একটি ফেরি ২৮ কিলোমিটার ঘুরে পালেরচর প্রাকৃতিক চ্যানেল দিয়ে চলার চেষ্টা করে। কিন্তু এতে সময় ও জ্বালানি খরচ বেশি হওয়ায় বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয়।

এদিকে ফেরি চলাচলে বিপর্যয়ের কারণে গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চ, স্পিডবোটে ও ট্রলারে করে পদ্মা পাড়ি দিচ্ছেন যাত্রীরা।