কিশোরগঞ্জে হত্যার দায়ে একজনের ফাঁসির রায়

কিশোরগঞ্জে হত্যার দায়ে একজনের ফাঁসির রায় আর পাঁচজনের যাবজ্জীবন দিয়েছে আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2020, 11:05 AM
Updated : 6 Sept 2020, 11:05 AM

কিশোরগঞ্জের ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম বুধবার এ রায় ঘোষণা করেন।

এছাড়া সব আসামির এক লাখ টাকা করে জরিমানা করেছে আদালত।

ফাঁসির দণ্ড পেয়েছেন জেলার করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউনিয়নের দক্ষিণ ধীতপুর গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন- ওই গ্রামের আবু তাহের, মো. তবারক হোসেন, মো. মেনু মিয়া, মো. নরুল ইসলাম ও মো. আনোয়ার হোসেন।

ফাঁসির দণ্ড পাওয়া আব্দুস সাত্তার আর যাবজ্জীবন পাওয়ার তবারক দুই সহোদর।

এছাড়া বিচারে নির্দোষ প্রমাণিত হওয়ায় আদালত নয়জনকে বেকসুর খালাস দিয়েছে।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আব্দুস সাত্তার পলাতক রয়েছেন। অন্য সব আসামি রায় ঘোষণার সময় আদালতে ছিলেন।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০১৩ সালের ২৪ জুলাই পূর্বশত্রুতার জেরে ওই গ্রামের কৃষক বদিউর রহমানকে প্রকাশ্যে পিটিয়ে ও বল্লমবিদ্ধ করে হত্যা করা। এ ঘটনায় ২৬ জুলাই তার ছেলে মো. গোলাপ মিয়া বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলা করেন।

তদন্ত শেষে ২০১৩ সালের ২৬ নভেম্বর ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল সিদ্দিক। বিচারকাজ চলাকালে বারিক নামে এক আসামির মৃত্যু হয়েছে।

মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি জীবন কুমার রায়। আসামি পক্ষে ছিলেন অশোক সরকার।