বান্দরবানে ঘরে ঢুকে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

বান্দরবানে ঘর থেকে বের করে নিয়ে যুবলীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2020, 05:53 PM
Updated : 1 Sept 2020, 05:53 PM

মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলা রাজবিলা ইউনিয়নে বাঘমারা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।

নিহত মংচিউ মারমা (৪০) রাজবিলা ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডের চিংক্যউ কারবারী পাড়ার বাসিন্দা। তিনি জামছড়ি ইউনিটের যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বান্দরবান সদর থানা ওসি শহিদুল ইসলাম চৌধুরী বলেন, “কে বা কারা তাকে হত্যা করা হয়েছে তা বলা যাচ্ছে না। পরে তদন্ত করে জানা যাবে।”

মংচিউ মারমা স্ত্রী মায়েনু মারমা জানান, সন্ধ্যার দিকে ভাত খাওয়ার সময় দুই যুবক মংচিউ মারমাকে ঘরে ঢুকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়। এরপর খুব কাছ থেকে তাকে গুলি করা হয়।

অজ্ঞাত ওই দুই যুবক হাফ প্যান্ট পড়া ছিল বলে জানান তিনি।

রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্যঅংপ্রু মারমা বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে জানান, স্থানীয়রা তাকে জানিয়েছেন বাঘমারায় একজনকে কে বা কারা গুলি করে হত্যা করা হয়েছে।

খবর পাওয়ার সাথে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের জানানো হয়েছে বলে জানান তিনি।

খবর পেয়ে ঘটনাস্থল পরির্শন করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌর মেয়র ইসলাম বেবী।

কোনো দল বা গোষ্ঠীকে দায়ী না করে জেলা আওয়ামী লীগের এই নেতা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন,“ডেড বডি [মৃতদেহ] নিয়ে হাসপাতালে নিয়ে যাব। এরপর দলের সাথে কথা বলে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে।”