ফুলছড়ির ইউএনও করোনাভাইরাসে আক্রান্ত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান দোলন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2020, 12:18 PM
Updated : 31 August 2020, 12:18 PM

রোববার রাতে তার নমুনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট আসে বলে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রফিকুজ্জামান জানান।

বর্তমানে তিনি নিজ বাসভবনে আইসোলেশনে আছেন বলেও তিনি জানান।

ডা. রফিকুজ্জামান জানান, জ্বরসহ করোনাভাইরাসের অন্যান্য উপসর্গ থাকায় গত শনিবার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়। রোববার তার করোনাবাইরাস পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।

সোমবার জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় ১১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৯৪৭। এর মধ্যে মারা গেছেন ১৪ জন, সুস্থ হয়েছেন ৬৮৩ জন ও বিভিন্ন আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ২৫০ জন।