শিমুলিয়ায় ১৩ ঘণ্টা পর ফেরি চালু, দীর্ঘ যানজট

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে নাব্য সংকটে প্রায় ১৩ ঘণ্টা ফেরি বন্ধ থাকার পর সীমিত পরিসরে ফের চলাচল শুরু হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2020, 06:43 AM
Updated : 30 August 2020, 06:43 AM

এতে দুই পারে সহস্রাধিক গাড়ি পার অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির শিমু্লয়িা ঘাটের ব্যাবস্থাপক (মেরিন) আহাম্মদ আলী।

তিনি বলেন, প্রায় ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর রোববার সকাল পৌনে ৭টায় ফের ফেরি চালু হয়েছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথের লৌহজং টার্নিংয়ে পানির গভীরতা মাত্র ছয় ফুট। কিন্তু রোরো ফেরি চলাচলের জন্য পানি প্রয়োজন সাড়ে ৮ ফুট। এজন্য বড় ফেরিগুলো চলতে পারছে না।

১৭টি থাকলেও এখন এই নৌপথে মাত্র পাঁচটি চলতে পারছে জানিয়ে তিনি বলেন, বাকি ফেরিগুলো অলস বসে আছে। তবে ৮৭টি লঞ্চ ও সাড়ে চারশ স্পিডবোট চলাচলা করছে।

ফেরি বন্ধ থাকায় অ্যাম্বুলেন্স, কার, বাস, ট্রাকসহ  শতশত গাড়িতে আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আরও পড়ুন