রাতে শিমুলিয়ায় ফেরি বন্ধ অনির্দিষ্ট কাল

নাব্য সংকট আর প্রবল স্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে রাতে ফেরি চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2020, 09:24 AM
Updated : 29 August 2020, 09:24 AM

শনিবার রাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম শফিকুল ইসলাম।

তিনি বলেন, নাব্য সংকট আর প্রবল স্রোতের কারণে এই পথে অনেক দিন ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। রাতে বেশি সমস্যা হয়। শুক্রবার রাত ৩টায় শিমুলয়া থেকে কাঠাঁলবাড়ি  যাওয়ার পথে ২৫টি গাড়িসহ ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর লৌহজং টার্নিংয়ে ডুবোচরে আটকা পড়ে। শনিবার বেলা ২টায় ফেরিটি উদ্ধার করা সম্ভব হয়েছে। এই পরিস্থিতিতে এই পথে রাতে অনির্দিষ্ট কালের জন্য ফেরি চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে দুই পারে সহস্রাধিক গাড়ি পার অপেক্ষায় রয়েছে। কয়েক মাস ধরে গাড়িগুলোকে ঘাটে দীর্ঘ সময় ফেরির অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে।