করোনাভাইরাস: ঝিনাইদহে আরও ২ জনের মৃত্যু

ঝিনাইদহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজন মারা গেছেন।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2020, 07:43 AM
Updated : 28 August 2020, 07:43 AM

ঝিনাইদহ কেভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তারা মারা যান বলে জেলার সিভিল সার্জন দপ্তরের করোনাভাইরাস বিষয়ক মুখপাত্র প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান।

তিনি বলেন, এই দুইজনের একজন কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের কর্মচারী। আরেকজনের বাড়ি মহেশপুর। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৮ জন মারা গেলেন।

আর জেলায় এ পর্যন্ত মোট ১৫৮৪ জন আক্রান্ত হয়েছেন বলে তিনি জানান।

এদিকে জেলায় করোনাভাইরাস সংক্রমণ বেড়েই চলেছে।

সিভিল সার্জন সেলিনা বেগম বলেন, “মানুষ কিছুই পরোয়া করছে না। মাস্ক ছাড়া হাটবাজারে ঘুরে বেড়াছে। সামাজিক দূরত্ব না মেনে ভিড় করে কেনাকাটা করছে। এতে সংক্রমণ আরও ছড়াচ্ছে।