রিফাত হত্যা: কিশোর আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার ১৪ কিশোর আসামির বিরুদ্ধে আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2020, 08:40 AM
Updated : 23 August 2020, 08:40 AM

বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তদন্ত কর্মকর্তা মো. হুমায়ূন কবিরের সাক্ষ্য নিয়েছেন বলে অতিরিক্ত পিপি সঞ্জীব দাস জানিয়েছেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় আসামিদের আদালতে নেওয়া হয়। সোমবার সকাল সাড়ে ১০টায় পুনরায় সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলে জানান পিপি সঞ্জীব দাস।

গত বছর ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পহেলা সেপ্টেম্বর প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক দুই ভাগে বিভক্ত করে ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং কিশোর ১৪ জন।

গত ২৭ ফেব্রুয়ারি এ মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়

ওই বছর ২ জুলাই এ হত্যা মামলার প্রধান সন্দেহভাজন সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি এ মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়।

প্রাপ্তবয়স্ক আসামিরা হলেন- রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯), মো. মুসা (২২), আয়শা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।