রিফাত হত্যা মামলায় মা ও দুই বোনের সাক্ষ্য

বরগুনায় রিফাত শরীফ হত্যার মামলায় তার মা ও দুই বোন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2020, 10:32 AM
Updated : 9 Jan 2020, 10:49 AM

বৃহস্পতিবার বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান রিফাতের মা ডেইজি বেগম, বোন ইসরাত জাহান মৌ ও চাচাত বোন নুসরাত জাহান অনন্যা সাক্ষ্য দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ভুবন চন্দ্র হাওলাদার বলেন, সাক্ষ্যগ্রহণের জন্য বরগুনা জেলা কারাগারে থাকা এ মামলার প্রাপ্তবয়স্ক আট আসামিকে আদালতে হাজির করা হয়।

এ মামলার অপর আসামি জামিনে থাকা নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিও আদালতে হাজির হন।

সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন বলেও জানান ভুবন।

এছাড়া সামনে এসএসসি পরীক্ষা থাকায় বুধবার সন্ধ্যায় দুই কিশোর আসামিকে বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান জামিন দেন বলে আসামি পক্ষের আইনজীবী মো. শাহজাহান খান জানান।

গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পহেলা সেপ্টেম্বর প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক দুই ভাগে বিভক্ত করে ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং কিশোর ১৪ জন।

এ মামলার অভিযোগপত্রভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা পলাতক রয়েছেন। এছাড়া নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি ও এক কিশোর আসামি উচ্চ আদালতের নির্দেশে জামিনে রয়েছেন।

আরও খবর-