রাজমিস্ত্রির কাজে সীমান্তের ওপারে, ২ বাংলাদেশি আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সীমান্তের ওপারে অবৈধভাবে কাজ করতে গিয়ে দুই বাংলাদেশি আটক হয়েছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের হাতে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2020, 01:12 PM
Updated : 22 August 2020, 01:12 PM

শুক্রবার রাতে আটক করা হয় বলে কুড়িগ্রামের ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামাল উদ্দিন জানান।

আটকরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী গ্রামের সোহরাব আলীর ছেলে রাজমিস্ত্রী শামীম হোসেন (২৬) ও  হামিদুল ইসলামের ছেছে শাহজালাল মিয়া (১৭)।

লেফটেন্যান্ট কর্নেল জামাল উদ্দিন বলেন, “অবৈধ অনুপ্রবেশের পর দুইজন বাংলাদেশিকে ভারতের অভ্যন্তরে গ্রেপ্তারের বিষয়টি আমরা জেনেছি। এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।”

তবে এখন পর্যন্ত বিএসএফের সাড়া পাওয়া যাযনি বলে তিনি জানান।

এই বাড়িতে কাজ করতে শামীম হোসেন ও শাহজালাল মিয়া ভারতে যান

এলাকাবাসী সাংবাদিকদের বলেন, শুক্রবার রাত ১২টার দিকে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে কুচবিহার জেলার দিনহাটা থানার দীঘলটারী গ্রামে যান শামীম ও শাহজালাল। তারা মৃত হাসু ডাকাতের ছেলে নাজির হোসেনের বাড়ির গেট বানানোর জন্য বাংলাদেশ থেকে রড, সিমেন্টসহ অন্যান্য মালামাল নিয়ে যান।

রাজমিস্ত্রী শামীম হোসেনের বাবা সোহরাব আলী বলেন, কাজ করতে তার ছেলে ভারতে প্রবেশ করেছেন।