করোনাভাইরাস মুক্ত হলেন সাংসদ রমেশ চন্দ্র সেন

প্রায় দুই সপ্তাহ পর ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ও তার স্ত্রী অঞ্জলী সেন করোনাভাইরাস মুক্ত হয়েছেন।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2020, 02:24 PM
Updated : 20 August 2020, 02:24 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার একথা জানান।

গত ৫ অগাস্ট আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য এবং ৭ অগাস্ট তার স্ত্রী অঞ্জলী সেনের করোনাভাইরাস শনাক্ত হয়।

সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঠাকুরগাঁও শহরের কলেজপাড়ার বাড়িতেই সাংসদ ও তার স্ত্রীর চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার সকালে তাদের নমুনা পুনরায় পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় দুজনের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।

ঠাকুরগাঁওয়ের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ও তার স্ত্রী অঞ্জলী সেন

সিভিল সার্জন বলেন, বৃহস্পতিবার জেলায় নতুন করে ১৮ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ আক্রান্ত হয়। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৫৭। সুস্থ হয়েছেন ৩৯৪ জন এবং মারা গেছে ১৩ জন।

সাংসদ রমেশ চন্দ্র সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ও আমার সহধর্মীনির কনোরাভাইরাসের নমুনা পুনরায় পরীক্ষা শেষে ফলাফল নেগেটিভ এসেছে। আক্রান্তের এই পুরো সময়টায় যারা আমার পাশে ছিলেন, দোয়া করেছেন, উদ্বিগ্ন ছিলেন ও নানাভাবে খোঁজখবর নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”