করোনাভাইরাস: গোপালগঞ্জে শনাক্ত ১৮০০ ছাড়াল

নতুন ২৮ জনসহ গোপালগঞ্জে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ১৮০০ ছাড়িয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2020, 07:56 AM
Updated : 8 August 2020, 07:57 AM

শনিবার গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮২১ জনে দাঁড়াল।

নতুন আক্রান্তদের মধ্যে- গোপালগঞ্জ সদরে ১০ জন, টুঙ্গিপাড়ায় ৩ জন, কোটালীপাড়ায় ৭ জন, কাশিয়ানীতে ৮ জন রয়েছেন।

নিয়াজ বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ২৯ জন। মুকসুদপুরে আত্মহত্যা করেছেন  একজন আক্রান্ত রোগী। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ২৫ জন সুস্থ হয়েছেন; এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৭২ জন। আর জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪১৯ জন ।

আক্রান্তদের বসতবাড়ি সহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে বলে সিভিল সার্জন জানান।

তিনি বলেন, এ পর্যন্ত জেলায় ৮ হাজার ৪১টি নমূনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদরে ৬৪১ জন, টুঙ্গিপাড়ায় ২৭৬ জন, কোটালীপাড়ায় ৩০৫ জন, কাশিয়ানীতে  ৩০৭ জন ও মুকসুদপুর উপজেলায় ২৯২ জনের করোনাবাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক , নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন ১৫২ জন।