শেরপুরে নারী চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত

শেরপুর সদর হাসপাতালের এক নারী চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2020, 08:46 AM
Updated : 26 July 2020, 08:46 AM

ময়মনসিংহ মেডিকেল কলেজ ল্যাবে শনিবার রাতে পরীক্ষায় তার পজিটিভ আসে বলে শেরপুরের সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ জানান।

তিনি বলেন, ওই চিকিৎসককে আইসোলেশনে রাখা হয়েছে। তাকে নিয়ে জেলায় ১১ জন চিকিৎসক ও চারজন নার্সসহ প্রায় অর্ধশত স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস শনাক্ত হল।

রোববার সকালে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, জেলায় সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ২৯৮ জন। তাদের মধ্যে ২৬৩ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন চারজন। জেলায় এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৩৫৯ জনের। প্রতিবেদন পাওয়া গেছে ৪২১৮ জনের।