সাকিব আল হাসানের মাও করোনাভাইরাসে আক্রান্ত

সাকিব আল হাসানের বাবার পর এবার মায়েরও করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2020, 02:59 PM
Updated : 23 July 2020, 02:59 PM

বৃহস্পতিবার শিরিন রেজার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনাভাইরাস পজিটিভ হওয়ার কথা জানা যায় বলে মাগুরার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান। 

এর আগে গত রোববার (১৯ জুলাই) বিশ্বের অন্যতম সেরা এই ক্রিকেট অল রাউন্ডারের বাবা মাসরুর রেজার করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়।  

সিভিল সার্জন প্রদীপ কুমার বলেন, সাকিব আল হাসানের মা শিরিন রেজা দুইদিন আগে জ্বরে আক্রান্ত হলে তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হয়।

মায়ের সঙ্গে সাকিব আল হাসান

“বৃহস্পতিবার তার রিপোর্টে করোনাভাইরাস পজিটিভ এসেছে। বর্তমানে শহরের কেশব মোড়ের বাড়িতে তিনি হোম আইশোলেশনে আছেন।”

তিনি আরও জানান, সাকিবের বাবা মাশরুর রেজাও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় একই বাড়িতে আইশোলেশনে আছেন। তবে তারা দুজনই শারীরিকভাবে সুস্থ আছেন।

ডা. প্রদীপ সাহা জানান, বৃহস্পতিবার নতুন করে মাগুরায় নয় জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৩৫৫ জন শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৭৫ জন সুস্থ হয়েছেন।

মাগুরায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আট জন মারা গেছেন বলে তিনি জানান।