করোনাভাইরাস: ঝিনাইদহে উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু

ঝিনাইদহে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও দুইজন মারা গেছেন। জেলায় এক দিনে আরও ৬৪ জন শনাক্ত হয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৬ জনে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2020, 07:46 AM
Updated : 23 July 2020, 08:10 AM

এদিকে লোকজন স্বাস্থ্যবিধি মানছে না। এমনকি মাস্ক ছাড়া হাটবাজারে ঘোরাঘুরি করছে বলে উদ্বেগ জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা অপূর্ব কুমার সাহা জানান, বুধবার রাতে তাদের হাসপাতালে উপসর্গ নিয়ে দুইজন মারা গেছেন। তাদের একজনের বাড়ি জেলা শহরের আরাপপুরে। অন্যজনের বাড়ি জেলার কালীগঞ্জ উপজেলায়। তাদের বয়স ৬৬ ও ৬৮ বছর।  দুইজনই করোনাভাইরাসে উপসর্গ জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট  নিয়ে বুধবার হাসপাতালে আসেন। ওই দিনই তারা মারা যান।

মৃত্যুর পর তাদের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলে তিনি জানান।

এদিকে জেলায় করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। বৃহস্পতিবার এক দিনেই ৬৪ জন শনাক্ত হওয়ার প্রতিবেদন এসেছে বলে  সিভিল সার্জন সেলিনা বেগম জানান।

তিনি বলেন, এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৭৪৬ জনে। আর মারা গেছেন ১৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে  ৪৯ জনই সদর উপজেলার।

“তবু মানুষ মোটেও স্বাস্থ্যবিধি মানছে না। এমনকি মাস্ক ছাড়া হাটবাজারে ঘোরাঘুরি করছে। গায়ে গা ঘেঁষে কেনাকাটা করছে। এতে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে।”