থানায় সবজি চাষে ‘মিটছে পুলিশের চাহিদা’

দিনাজপুরের খানসামা থানা চত্বরে পতিত জমিতে সবজি চাষ করে চাহিদা মেটাচ্ছেন সেখানকার পুলিশ সদস্যরা।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2020, 05:49 AM
Updated : 21 July 2020, 05:49 AM

থানার পেছনে ওসি শেখ কামাল হোসেন পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে গড়ে তুলেছেন এই ক্ষেত।

এসআই তন্ময় দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি অবসর সময়ে ওসি সারসহ অন্য পুলিশ সদস্যরা ক্ষেত পরিচর্যা করেন। প্রায় ৫০ শতাংশ জমিতে ২০ ধরনের শাক-সবজি রয়েছে। বিষমুক্ত এবং সতেজ এসব শাক-সবজি দিয়ে থানার পুলিশ সদস্যরা চাহিদা মেটাচ্ছেন।”

ক্ষেতে গিয়ে দেখা গেছে, বেগুন, বরবটি, শশা, জিঙ্গে, মিষ্টিকুমড়া, চালকুমড়া, ঢ্যাঁড়শ, পেঁপে, বিভিন্ন ধরনের শাক, হলুদ, আদা, লেবু, পুদিনাসহ প্রায় ২০ রকমের সজীব সবজি রয়েছে।

ওসি কামাল হোসেন বলেন, “এক ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে, প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার পর পুলিশ সুপার আনোয়ার হোসেনের অনুপ্রেরণায় থানার পুলিশ সদস্যদের নিয়ে ক্ষেতটি গড়ে তোলা হয়েছে।

“থানা ছাড়াও দেশের সরকারি-বেসরকারি সব অফিসের পতিত জমিতে এমন সবজিসহ ফলের বাগান গড়ে তোলা যায়।”

খানসামা উপজেলা কৃষি বিভাগ থেকে তাদের পরামর্শ দেওয়া হয় বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা আফজাল হোসেন।

তিনি বলেন, “পুলিশের এই উদ্যোগ একটি দৃষ্টান্ত। আমাদের পক্ষ থেকে সবজির রোগবালাই ও পোকামাকড় দমনে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।”