ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে গিয়ে হামলায় পুলিশ নিহত

আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এক এএসআই নিহত হয়েছেন; আহত হয়েছেন আরেক এএসআই।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2020, 06:21 PM
Updated : 17 July 2020, 07:40 PM

শুক্রবার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারে এ ঘটনা ঘটে বলে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান জানান।

নিহত আমির হোসেন (৩৫) সদর মডেল থানায় কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ সদরের দিয়ারচর গ্রামের মোনতাজ আলীর ছেলে।

হাসপাতালে আমির হোসেনে মরদেহের পাশে সদর থানার পুলিশ সদস্যরা

আহত মণিশঙ্কর চাকমাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিদর্শক শাহজাহান বলেন, একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মাছিহাতা ইউনিয়নের চান্দপুর গ্রামের মুছা মিয়ার ছেলে মামুন মিয়াকে ধরতে গিয়েছিলেন এএসআই মণিশঙ্কর ও এএসআই আমির।

“চান্দপুর বাজার এলাকায় মামুনকে ধরতে গেলে তিনি ধারালো অস্ত্র দিয়ে আমির ও মণিশঙ্করের উপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় আমিরকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন জানান, ঘটনার পর আসামিকে ধরতে আভিযান শুরু হয়েছে।

জেলা সদর হাসপাতালের চিকিৎসক এ বি এম মুসা বলেন, হাসপাতালে আনার আগেই এএসআই আমির মারা গেছেন। তার বুকের দুই পাশে আঘাতের চিহ্ন রয়েছে। ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান।