নোয়াখালীতে চাল পাচার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নোয়াখালীর খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচার মামলার আসামি এক ইউনিয়ন যুবলীগ নেতাকে পুলিশ লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করেছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2020, 03:10 PM
Updated : 17 July 2020, 03:12 PM

শুক্রবার ভোর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনীমোহন এলাকার একটি মাদ্রাসা থেকে সুধারাম মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মোসলেহ উদ্দিন নোয়াখালী সদর উপজেলার আণ্ডারচর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এবং ওই ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের খাদ্যবান্ধব কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত ডিলার।

সুধারম মডেল থানার ওসি নবীর হোসেন বলেন, গত ৪ এপ্রিল ভোরে মোসলেহ উদ্দিনের গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ছয় বস্তা চাল ব্যাটারি চালিত রিকশাযোগে নিয়ে যাওয়ার সময় বাংলাবাজারে স্থানীয়রা আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে চালগুলো জব্দ করে।

এ ঘটনায় সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সালেহ উদ্দিন আহমেদ বাদী হয়ে মোসলেহ উদ্দিনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন বলে ওসি জানান।

“এরপর থেকে আত্মগোপনে চলে যান মোসলেহ উদ্দিন। তাকে ধরতে বিভিন্ন স্থানে একাধিকবার অভিযান চালিয়ে ব্যর্থ হয়ে সর্বশেষ বৃহস্পতিবার রাতে প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।”

শুক্রবার দুপুরে মোসলেহ উদ্দিনকে আদালতে হারিজ করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় বলেও তিনি জানান।