ফরিদপুরে আরও শতাধিক গ্রাম প্লাবিত

ফরিদপুরে আরও শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে; তলিয়ে গেছে কয়েকটি আঞ্চলিক সড়ক।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2020, 04:49 AM
Updated : 17 July 2020, 04:49 AM

জেলা প্রশাসক অতুল সরকার জানান, বন্যায় জেলার ৩০টি ইউনিয়নের দেড় শতাধিক গ্রামের মানুষ পানিবন্দি হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সদরপুর উপজেলার অন্তত ৩০টি গ্রামের মানুষ পানিবন্দি হয় বলে উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান জানিয়েছিলেন।

জেলা প্রশাসক বলেন, গ্রামে পানি ঢোকার পাশাপাশি অনেক জায়গায় সড়ক যোগযোগ বন্ধ হয়ে গেছে। জেলা শহরের সঙ্গে চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় যাওয়ার সড়টির কয়েক জায়গা পানিতে তলিয়ে গেছে।

দুগর্তদের শুকনা খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, গোয়ালন্দ পয়েন্টে মধুমতীর পানি ৯ দশমিক ৬৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তীব্র ভাঙন দেখা দিয়েছে আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার কয়েকটি ইউনিয়নে।

চরভদ্রাসন উপজেলার ‘অধিকাংশ এলাকা’ তলিয়ে গেছে বলে জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা।

তিনি বলেন, তার উপজেলায় ইতোমধ্যে চার হাজার পরিবার পানিবন্দি হয়েছে। সরকার তাদের খাদ্যসহায়দা দেওয়া শুরু করেছে।